নাটোরে প্রায় আট হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৫১৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে থেকে তেইশ লাখ বিরাশি হাজার টাকা মূল্যের ৭ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো উপজেলার ভবানীপুর কাচারী পাড়ার নাহারুল ইসলাম (২৮) ও আকসেদ আলী (৩৪) এবং বনপাড়া সরদার পাড়ার হাসানুজ্জামান সাগর (২৩)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহিষভাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বেচাকেনার সময় তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাত হাজার নয়শত চল্লিশ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল ও নগদ ছয় হাজার আটশ টাকা জব্দ করা হয়। পরে তাদের নামে বড়াইগ্রাম থানায় মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।