রাজবাড়ীতে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ডাদেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৭২৪

রাজবাড়ীতে হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ছেন আদালত। মঙ্গলবার( ১৪ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সদর উপজেলার বেথুলিয়া এলাকার কৃষক ঠান্ডু শেখের সাথে ছাগলকে বাগান খাওয়ানো নিয়ে একই এলাকার রবিউলের বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিলো। ২০১৩ সালের ১৩ মে এঘটনার জের ধরে মিনাজ সরদার ও তার সহযোগীরা ঠান্ডুকে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই লিটন বাদি হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যুক্তিতর্ক ও শুনানি শেষ হওয়ায় আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে রবিউল ইসলাম সরদারকে মৃত্যু দণ্ডাদেশ , মিনাজকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং অপর চারজনকে বেকসুর খালাস দেয়া হয়।