পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে

জাতীয় শোকদিবসের প্রস্তুতি সভা সম্পন্ন

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ১১:৪১ এএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৪৩৪
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সোমবার চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। 
 
চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পূর্ব বড় ভেওলা জি. এন. এ মিশনারী উচ্চ বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাস্টার আবুল কালাম। 
 
সভায় ১৫ আগস্ট প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সাড়ে ৮.৩০টায় শোকযাত্রা ও আলোচনা সভার সিদ্ধান্ত  চূড়ান্ত করা হয়।
 
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার, আবুল কালাম আবু, সাবেক এমইউপি মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু নারায়ন চৌধুরী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিলকিস আক্তার, সিনিয়র শিক্ষিকা মোশরফা বেগম।