বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা বাবলু'র দাফন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৪৪৪

নাটোরের বাগাতিপাড়ার মুক্তিযোদ্ধা মাহামুদুল হাসান বাবলু মোল্লা (৬৫) শনিবার সন্ধ্যায় ৬ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মোল্লার ছেলে। চক তকিনগর গ্রামের বাসিন্দা। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাহামুদুল হাসান বাবলু মোল্লা কিডনী ও ডায়াবেটিক জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১টায় চকগোয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগাতিপাড়ার সহকারি কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা ও বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক প্রদানের পর গার্ড অব অনার দেওয়া হয়।

এর পর নাটোর-১এর সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করেন। বিভিন্ন এলাকার সবস্তরের লোকজন তাঁর জানাজায় অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়।