বাসাইলে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ৪৭১

টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অতিথিরা ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক।