টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা সমাপ্ত


আলোচনা সভা, চেক বিতরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট রোববার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।
আলোচনা শেষে মেলায় অংশ গ্রহণকারী নার্সারী মালিকদের সার্টিফিকেট ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও টাঙ্গাইল জেলা প্রশাসনের সমন্বয়ে শহীদ স্মৃতি পৌরউদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়।