মির্জাপুরে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় সেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা


ঢকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এবার রাস্তায় সেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে ক্যাম্পাসে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বিকেল সাড়ে চারটা হতে সোয়া পাঁচটা পর্যন্ত কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে র্যালি এবং হাসপাতাল রোডে মানববন্ধন করে শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের হাতে বিভিন্ন শ্লোগান শোভিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধন চলাকালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন দাবীদাওয়া তুলে দরেন।
মানববন্ধ চলাকালে শিক্ষার্থীরা হাসপাতাল রোডে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে কাগজপত্র দেখেন।
আগামী শনিবার কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে শান্তিপুর্ণ বিক্ষোভ কর্মসূচী পালন করবে বলে জানা গেছে।