টাঙ্গাইলে গার্লস গাইডদের দিক্ষা গ্রহন অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৭৭৭

টাঙ্গাইলে জেলা শিক্ষা অফিসের নির্দেশে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গার্লস গাইডদের দিক্ষা গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই মঙ্গলবার সকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার লায়লা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন ঢাকা অঞ্চলের জুনিয়র ট্রেইনার নূরুন্নাহার, কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জীবনের প্রথম দীক্ষা গ্রহনের মধ্য দিয়ে সদর উপজেলার ১১ টি প্রতিষ্ঠানের ছাত্রীরা গার্লস গাইডে প্রবেশ করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুলের গাইডার মাসুদা সুলতানা।