সাপাহারে পরিবেশ সংরক্ষণে পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৫১৬

“শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”এই স্লোগানে নওগাঁ জেলা পুলিশ এর আয়োজনে মঙ্গলবার দুপুর ১ টার সময় সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সারাদেশের ন্যায় নওগাঁ জেলার সাপাহার উপজেলার শহীদ বীর মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে, পুলিশের তিন শতাধীক বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আশরাফ ইসলাম, সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সামিউল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, ওসি তদন্ত মনির হোসেন, মীর আক্কেল এর তানভীর, গোয়ালা ইউনিয়ন চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল, বাংলাদেশ আওয়ামীলীগের গোয়ালা ইউনিয়ন শাখার সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

প্রধান মন্ত্রীর ব্যকিক্রমী উদ্যোগ ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে ত্রিশ লক্ষ গাছের চারা রোপনের কর্মসূচীর আওতায় নওগাঁর সাপাহারে ফলদ, বনজ ও ঔষধী সহ বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে সাপাহার থানার সকল পুলিশ কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।