টাইব্রেকারে ইন্টার মিলানকে ৫-৪ গোলে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, রোববার, ২৯ জুলাই ২০১৮ | ৪৩৪

তীব্র প্রতিযোগিতার পর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টাইব্রেকারে ইন্টার মিলানকে হারালো চেলসি। ৫-৪ গোলে হেরেছে ইন্টার মিলান। এর আগে ম্যাচের মূল সময়ে ১-১ গোলের সমতা থাকায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের নিয়মে কোনো অতিরিক্ত সময় নেই।

ফ্রান্সের অ্যালিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। পরে দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে রোবের্টো গাগলিয়ারদিনি গোল করলে সমতায় ফেরে ইন্টার। 

নির্ধারিত সময় শেষে দু’দল এই ব্যবধানে থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চেলসির সবাই গোল করলেও ইন্টারের মিলান স্ক্রিনিয়ার মিস করলে জয় উৎসবে মাতে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল চেলসি