কালিহাতীতে বীরবাসিন্দায় আ,লীগ ও পারখীতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৬৯৬

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে ঘোষণা দেয়া হয়েছে। নির্বাচনের ফলাফলে একটিতে আওয়ামীলীগ এবং অন্যটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।

উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছোহরাব আলী (নৌকা) প্রতিক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৯৭ ভোট । তার নিকটতম প্রতিদন্দী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সেলিম সিকদার (আনারস) প্রতিক নিয়ে ২ হাজার ৮৭৫ ভোট পান।

অপরদিকে উপজেলার পারখী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৫৮৫ ভোট । তার নিকটতম প্রতিদন্দী আওয়ামীলীগের প্রার্থী এ্যাড.আজিজুর রহমান তোতা ২ হাজার ৮৪৪ ভোট পান।

প্রচুর বৃষ্টির মধ্য দিয়ে বুধবার (২৫ জুলাই) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ দুই ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আটজন ম্যাজিট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদ আহম্মদ সিকদার বলেন, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ দুই ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু , ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।