মির্জাপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৭১০

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত, ১২ মামলার আসামী নাজমুল (৩০) নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

নিহত নাজমুলের পিতার নাম মোশারফ হোসেন। বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভির রাতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। পথিমধ্যে পুষ্টকামুরী চরপাড়া বাইপাস নামক স্থানে পৌছালে আসামী নাজমুলের অজ্ঞাত সঙ্গীরা পুলিশের গাড়ি লক্ষ করে এলাপাথারি গুলি করতে থাকে। এ সুজোগে নাজমুল পুলিশের গাড়ি থেকে লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করে। এসময় আত্নরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি করে।

পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পুলিশ চরপাড়া বাইপাস থেকে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। বেলা এগারটায় ঢাকা ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বন্দুক যুদ্ধে মির্জাপুর থানা পুলিশের এস আই রিপন নাগ, এ এস আই রফিকুল ইসলাম, এ এস আই বিশ্বজিত, কনস্টেবল সরাফত হোসেন রাজু, কনস্টেবল আশুতোষ দাস আহত হন। তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছোরা, একটি চাকু ও তিন রাউন্ড ছররা গুলির খোসা উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুলণ হক বলেন নিহত নাজমুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত। তার নামে মির্জাপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।