নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন


নাটোরের গুরুদাসপুরে ঈদকে সামনে রেখে রোড ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার হাজির হাট নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার চাঁচকৈড় গাড়িষাপাড়ার রফিজ শাহ’র ছেলে রাকিব শাহ (১৯), রশিদ প্রামানিকের ছেলে রাব্বী প্রামানিক (১৯) ও বড়াইগ্রাম উপজেলার জালশুকা গ্রামের বাবু সরদারের ছেলে আনারুল সরদার (২৬)।
ওই সময় তাদের কাছ থেকে হাসুয়া, বড় চাকু, রামদা ও রশি পাওয়া গেছে বলে জানা যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, সময়মত পুলিশ ঘটনাস্থলে না পৌছালে দুর্ঘটনা ঘটতো। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।