বগুড়া জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, সোমবার, ২৩ জুলাই ২০১৮ | ৪৫০

বগুড়া জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মোঃ আনোয়ার হোসেন রানা-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সোমবার ২৩ জুলাই ২০১৮ দুপুর ০১:০০ ঘটিকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি উক্ত সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান-এর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়া জেলা পরিষদের ৬ নং সাধারণ ওয়ার্ডের সদস্য মোঃ জাহিদুর রহমান গত ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মৃত্যুবরণ করায় উক্ত শূন্য পদে গত ২১ জুন ২০১৮ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন রানা ৬ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত ঘোষিত হন। চলতি বছরের গত ১৮ জানুয়ারি দেশের ৮ টি বিভাগের ৬১ টি জেলা পরিষদের নব নির্বাচিত ১ হাজার ১ শত ৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।