পাবনায় শিশুসহ গৃহবধূর লাশ উদ্ধার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, রোববার, ২২ জুলাই ২০১৮ | ৪৩৩

পাবনায় নিজ বাসা থেকে শিশুসহ এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার খানবাড়িয়া এলাকায় এ ঘটনা হয়।

পুলিশ জানায়, মাছ ব্যবসায়ী সুজন অন্যান্য দিনের মতো কাজের প্রয়োজনে বাইরে যান। বিকেলে আশপাশের লোকজন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাক দিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে সুজনকে খবর দেন তারা।

এ সময় দরজা ফাঁক দিয়ে শিশুসহ গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মানসিক ভারসাম্যহীনতার কারণে ছেলেকে গলা কেটে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।