৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন অাটক

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৬ এএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৪২৫

বগুড়ায়  পৃথক অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার শহরের নাটাইপাড়া ও গোদারপাড়া থেকে তাদের গ্রেফতার  করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার বিকেলে শহরের গোদারপাড়া বাজার এলাকায় একটি ট্রাক থেকে রুবেল ও সোলাইমান হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। এই দুই মাদক ব্যবসায়ীর বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর এবং পত্নীতলা উপজেলায়।

এর আগে সকালে গোয়েন্দা পুলিশের ওই দলটিই শহরের নাটাইপাড়া শারমিন ক্লিনিকের সামনে থেকে হাবিবুল্লাহ নামের আরেক মাদক ব্যবসায়ীকে আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক করে।

হাবিবুল্লাহ শহরের স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলেও জানান পুলিশ সুপার। তাদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা করা  হয়েছে।