চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ আহত ২


কক্সবাজারের চকরিয়া উপজেলায় সশস্ত্র প্রতিপক্ষের কিরিচের কোপে ৮মাসের গর্ভবতী মহিলাসহ দুইজন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় চকরিয়া সীমান্তবর্তী পূর্ব সুরাজপুর ভিলেজারপাড়ার হিমছড়ি এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়া কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
আহতরা হলেন, চকরিয়ার সীমান্তবর্তী পূর্ব সুরাজপুর ভিলেজারপাড়ার হিমছড়ি এলাকার আব্দু সালামের পুত্র আব্দুল কাদের (২৫), আব্দুল কাদের স্ত্রী ৮মাসের গর্ভবতী সাজেদা বেগম (২০)। বর্তমানে আহতরা চকরিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুরুতর আহত আব্দুল কাদের এর বড় ভাই বজল আহমদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই এলাকার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলমের সাথে তার পিতা আব্দু সালামের জমির বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকালে তার ছোট ভাই আব্দুল কাদের ও তার স্ত্রী সাহেদা বেগম জমিতে কাজ করছিল। তখন বিএনপি নেতার নুরুল আলম ও তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। এতে নুরুল আলমের হাতে থাকা কিরিচ দিয়ে তার ছোট ভাই আব্দুল কাদেরকে কোপাতে থাকে। তখন তাকে উদ্ধার করতে তার স্ত্রী ৮মাসের গর্ভবতী সাজেদা বেগম এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তাদের অতিরিক্ত রক্ত ক্ষরন হওয়ায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিনি আরো বলেন, আমার পিতা আব্দু সালাম বনবিভাগের বনজাগিদার হিসাবে প্রাপ্ত ৬একর জমি দীর্ঘ ৪০বছর ধরে ভোগদখল করে আসছে। বিএনপি নেতা নুরুল আলম দীর্ঘদিন ধরে অবৈধভাবে জায়গা দখলের পাঁয়তারা করে আসছে। হামলার পর থেকে নুরুল আলমের ভাড়াটিয়া সন্ত্রাসী আবু বক্কর, আরিফ, সাইফুল, গুরা বাঁশি ও আবু তাহের প্রকাশ মনু প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এব্যাপারে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।