বগুড়ায়

কিশোরী আছিয়া সন্তানের পিতৃ পরিচয়ের আশায় দ্বারে দ্বারে ঘুরছে!

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২১ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৬১৮

বগুড়ার গোকুল ইউনিয়নের চাঁদমুহা উত্তরপাড়া গ্রামের কিশোরী আছিয়া আক্তার (১৬) তার সন্তানের পিতৃ পরিচয়ের আশায় আদালতসহ সকলের দ্বারে দ্বারে ঘুরছে। গ্রাম্য মাতব্বরদের শাসনের যাতাকলে পিষ্ট হয়ে সমাজ চ্যুত হয়েছে ওই অসহায় পরিবার।

থানায় মামলা সুত্রে জানা যায়,বগুড়ার গোকুল ইউনিয়নের চাঁদমুহা উত্তরপাড়া গ্রামের দিনমজুর রহিম বাদশার মেয়ে আছিয়া আক্তার(১৬) এর সাথে সোনাতলা উপজেলার পূর্ব সুজাত পুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র স্বপন মিয়া(২৭) বিবাহের প্রলোভনে গত ২ ফেব্রুয়ারী/১৭ রাত অনুমান ১১ ঘটিকার সময় আত্মীয়তার সুযোগে কিশোরী আছিয়ার ঘরে প্রবেশ ক‌রে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

এ ঘটনায় আছিয়া গর্ভবতি হলে তার পরিবার স্বপনকে বিয়ের প্রস্তাব দেয়। সে প্রস্তাব প্রত্যাখান করিলে আছিয়ার অসহায় বাবা রহিম বাদশা গ্রামের মাতব্বর দের কাছে বিচার না পেয়ে, গত গত ২৬ ন‌ভেম্বর/১৭ বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গ্রাম্য মাতব্বরা আছিয়া ও তার পরিবারকে সমাজ চ্যুত করে এমন কি আছিয়ার বৃদ্ধ পিতা রহিম বাদশাকে মসজিদে নামাজ না পড়ার জন্য নির্দেশ প্রদান করে এবং কেউ যাতে তাদের সাথে কোন প্রকার কথা বার্তা ও সামজিক কোন লেনদেন না করে।

মতব্বরেরা ধর্ষন কারীর বিচার বা পুলিশ প্রশাসনকে সহযোগীতা না করে উল্টো মেয়ের পরিবারকে সমাজ চ্যুত করে রাখে। এঘটনায় আছিয়ার পিতা গ্রাম্য মাতব্বর ও স্বপন সহ তাদের সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন আদালত সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

কবে পাবে কিশোরী আছিয়া তার সন্তানের পিতৃ পরিচয়? কবে পাবে রহিম বাদশা সমাজের মাতব্বরের হাত থেকে সামাজিক মর্যাদা? এভাবেই কি আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সমাজের মাতব্বরেরা অবিচার করতে থাকবে? এ ব্যাপারে কিশোরী আছিয়ার অসহায় পিতা কান্না জড়িত কন্ঠে জানান,বাবা আমরা গরীব বলে সঠিক বিচার পাবো না? গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজের সাথে কথা বললে তিনি জানান, ঘটনা সম্পূর্ণ সত্য।

ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। আসামীকে ধরার জন্য পুলিশের উপর চাপ অব্যহত রয়েছে। যারা এঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি ভুক্তভোগী মহল আকুল আবেদন জানান।