ভূঞাপুরে দুই ইভটিজারকে অর্থদণ্ড প্রদান

ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ এএম, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | ৫৮৭

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২৭) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার মুলানফরি গ্রামের জবিরুল ইসলামের ছেলে রাসেল পারভেজ (২৩) ও একই জেলার তালেশ্বরগাঁও গ্রামের মোজারুল ইসলামের ছেলে রাশেদ হাসান (২২)। 

জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা চরপাড়া-পূর্বপাড়া রাস্তা সংলগ্ন লাল মিয়ার পোল্ট্রি খামারে শ্রমিকের কাজ করতো রাসেল ও রাশেদ। ওই রাস্তা দিয়ে শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াত করতো। এসময় রাসেল ও রাশেদ মিলে ছাত্রীদের ইভটিজিং করতো। এতে ছাত্রীদের অভিভাবকরা খামারের মালিক লাল মিয়াকে ইভটিজিংয়ের বিষয়টি অবহিত করলেও সে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে পুলিশ ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনায় রাসেল ও রাশেদকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। পরে আদালত তাদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, দণ্ডিত ওই দুই যুবক স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতো। এঘটনায় রাসেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও রাশেদকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।