'ভল্টে স্বর্ণের গরমিলের তথ্য সঠিক নয়, দালিলিক ভুল'


বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণের গরমিলের তথ্য সঠিক নয়। এটাকে দালিলিক ভুল বলছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বুধবার সকালে সচিবালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। তবে এতে কারো গাফিলতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সব স্বর্ণ ঠিক আছে।
তবে এ ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। অর্থমন্ত্রী দেশে আসার পর এ বিষয়ে আরো পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। এর আগে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং শুল্ক গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।