বিএনপি-জামায়াত দেশের রেল ব্যবস্থাকে ধংস্ব করে দিয়েছিল-রেলপথ মন্ত্রী

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | ৩৬৫
 
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের রেল ব্যবস্থাকে ধংস্ব করে দিয়েছিল। বর্তমান সরকার ধংস্বপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিকায়ক করেছে।
 
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল ষ্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষে ষ্টেশন আধুনিকায়ক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি.এন. মজুমদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর,  রেল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।