ইট দিয়ে মাথা থেতলিয়ে এক শিশুকে হত্যা


রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ইট দিয়ে মাথা থেতলিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এরই মধ্যে অভিযুক্ত বখাটে সিজানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে দক্ষিণ বনশ্রীর ১২/৪ নম্বর রোডের তিন তলার এই বাসার ছাদ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় শিশু আল আমিন হোসেন মুন্নাকে। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিলো।
এলাকাবাসী জানায়, এদিন বিকেলে মুন্নাকে ডেকে নিয়ে যায় একই এলাকার বখাটে সিজান। পূর্ব বিরোধের জেরে সে মুন্নার মাথা ইট দিয়ে থেতলে দেয়। শিশু মুন্নাকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, একটা বাচ্চা ছেলেকে মারা হয়েছে, এটা তো ধারণার বাইরে। এরপর আমি ওই ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখি তার মাথায় আঘাতে চিণ্হ রয়েছে।
অন্যদিকে আরেকজন জানান, বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, আমি এর বিচার চাই।
নিহত মুন্না সাতক্ষীরার দোহাট্টা উপজেলার আল মামুনের ছেলে। সে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে থাকতো। স্থানীয় আল রায়হান আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলো সে। আর অভিযুক্ত সিজান একই এলাকায় তার আত্মীয়ের বাড়িতে থাকতো। এরই মধ্যে ওই বখাটেকে আটক করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউল রহমান বলেন, অভিযুক্তের বক্তব্য ওই বাচ্চা তাকে নাকি তাকে পিটিয়েছে, সেই ওই প্রতিশোধ নেওয়ার জন্য ভাঙা ইট দিয়ে নাকে-মুখে ও মাথায় আঘাত করে।
অভিযুক্ত বখাটে সিজানে কোনো মানসিক অবস্থা স্বাভাবিক বলেও জানিয়েছে পুলিশ।