জনগণ ভোট দিলে আসবো, না দিলে আর আসবো না- প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জনগণের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের লক্ষ্য জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আসবো, না দিলে আর আসবো না। তার আগে আমার কাজ শেষ করে দিতে চাই। মানুষের অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না।’
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের জন্য বিভিন্ন ভাতা ডিজিটাল উপায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থা করায় দরিদ্রদের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে যারা বেঁচে আছেন, তাদের জীবন-মান উন্নত করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আর সে লক্ষেই আমরা ভাতা দেয়ার ব্যবস্থা করে দিয়েছি।’
আজকে আমরা সেই ভাতা দেয়ার ব্যবস্থা করেছি ইলেকট্রনিক পদ্ধতিতে। একেবারে সরাসরি যারা ভাতা পাবে তাদের হাতেই। অর্থাৎ এখন আর কোনো মাধ্যমে নয়, সরাসরিই ভাতা গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কাউকে কমিশন দেয়ার আর কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে অনেকেই কেঁদে বলেছেন, সব টাকা পাই না। টাকা তুলেই তাদেরকে দিতে হয়। এখন আর কেউ টাকা নিতে পারবেন না। যার টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি, তাই অনেক কাজ করা থেকে পিছিয়ে গিয়েছি।’