বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে- ছানোয়ার হোসেন এমপি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৫৪০

টাঙ্গাইল সদর -৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন এ দেশ হল উন্নয়নের দেশ। শেখ হাসিনা মানেই উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজ ৩১শে জুলাই মঙ্গলবার বিকালে মাহমুদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি কর্মীদের উদ্দেশ্যে আরোও বলেন ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দিতে হবে। শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে তৃনমুলকে শক্তিশালী করতে হবে। মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মাহমুদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাদত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্বাস আলী ভাইস- চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল, মোস্তাফিজুর রহমান বকুল, সহ-সভাপতি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ রফিকুল ইসলাম রফিক সহ-সভাপতি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগ, রেজাউল করিম সাগর সাধারন সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীযুবলীগ, আকরাম হোসেন কিসলু আওয়ামীলীগ নেতা, মাজেদুর রহমান মাজেদ চেয়ারম্যান মাহমুদ নগর ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়ন আওয়ামীলীগ সকল নেত্ববৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বাদশা মোল্লা সাধারন সম্পাদক মাহমুদ নগর ইউনিয়ন আওয়ামীলীগ।