গৃহবধূর সঙ্গে অশ্লীল অবস্থায় হাতে নাতে ধরা খেল যুবক

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫ পিএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৪৫৯

বগুড়ার শেরপুরে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে রফিকুল ইসলাম(২৫) নামের এক যুবক। অশ্লীল কর্মকাণ্ডের সময় স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়ে তারা।

শনিবার(১৪জুলাই) দুপুরে তাদের অাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গেল শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালান্দার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বালান্দার মধ্যপাড়া গ্রামের আলহাজ মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল।

এরই ধারাবাহিকতায় রফিকুল ইসলাম শুক্রবার রাত ৯টার দিকে ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ি ঘেরাও করে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে শেরপুর থানা পুলিশে সোপর্দ করে।