‘দেশের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই’- প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৪৫৯

শনিবার (১৪ জুলাই) বিকেলে পাবনার পুলিশ লাইন্স মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

পাবনার পুলিশ লাইনস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা বলেন, দেশের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই। 

পাবনা জেলার উন্নয়নে ৪৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বিকাল চারটায় পাবনার পুলিশ লাইনস মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় প্রিয় নেত্রীকে স্বাগত জানান স্থানীয় জনতা।

জনসভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ লুটপাট আর নিজের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে না, আসে গণমানুষের ভাগ্য গড়তে। জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা লুটপাট করায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত, সরকার নয়।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা আরো বলেন, ‘২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে ওই বিএনপি জামায়াত হাজার হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র ভূমি অফিস পুড়িয়েছে। বিএনপির সময়ে বিদ্যুৎ ছিল ১৬০০ হাজার মেগাওয়াট। আর সেটা বর্তমানে ১৮ হাজার মেগাওয়াট। তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকেও পুড়িয়ে মেরেছে।’

দেশে কর্মসংস্থান তৈরি করতে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সন্তান যেন মাদক ও জঙ্গিবাদের কবলে না পড়ে এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা।