নির্বাচনী প্রচারে ব্যস্ত তিন সিটি নির্বাচনের প্রার্থীরা


রাজশাহী, সিলেট ও বরিশালে সিটি নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নিজেদের পক্ষে সমর্থন চাইতে সকাল থেকেই মাঠে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
রাজশাহীতে বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন। দুপুর পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালাবেন সেখানে।
বেলা ১১টা থেকে আওয়ামী লীগ প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর ১২ নম্বর ওয়ার্ডের আর ডি এ মার্কেটে প্রচারণা শুরু করেন। এদিকে সকালে প্রচারণা শুরু করেন সিলেট ও বরিশালের মেয়র প্রার্থীরা।