স্বাস্থ্যবিধি না মেনে জমজমাট পঞ্চগড় ঈদ বাজার

আমিরুল ইসলাম পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৫৪৫

দেশে করোনা পরিস্থিতি পঞ্চগড়ে দিন দিন বাড়ছে করোনা সংক্রমিত রোগী। একজন দুইজন করে বেড়ে এবার গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে জেলার মোট ১৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা ও উপজেলা প্রশাসন জোর তাগিদ দিলেও কোন কাজে আসছে না । কে শুনে কার কথা। যে যার মত চলছে।

স্বাস্থ্যবিধিসমুহ মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও শনিবার (১৬ মে) দুপুরে  পঞ্চগড় ঈদ বাজার ঘুরে দেখা গেছে, শপিংমল গুলোয় কোন সামাজিক দুরত্বের বালাই নেই। এমনকি অনেক ব্যবসায়ীকে মাস্ক পর্যন্ত ব্যবহার করতে দেখা যায় নি। লকডাউনকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বিভিন্ন বাজার হাটে। শহর ও গ্রাম থেকে পঞ্চগড় বাজারে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে জনস্রোতে পরিণত হয়েছে।

জুতা,কসমেটিকস, কাপড়ের দোকানে উপচে পরা ভির, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।
বাজারে ঢুকেই শুরু হয় হুরোহুরি করে কেনাকাটা কে কার আগে শেষ করবে    তার প্রতিযোগিতায় ।

এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অটো রিকশা-ভ্যানে গাদাগাদি করে আসছে  মানুষ। ঠিক যেন পুরনো পঞ্চগড় করোনা ভাইরাস নামে যে মরণব্যাধি মহামারি আছে তার কথা খেয়াল নেই জনমনে। পঞ্চগড় শহরের রাস্তায় পুলিশ সাইরেন বাঁজিয়ে চললে ও শহরের ভিতরে দেখা যায়নি কোন পুলিশ সদস্যকে। ফলে নিয়ন্ত্রণ হীন ভাবে চলছে শহরের বিপনি বিতান গুলো। আর এই অবোধ মানুষগুলোর জন্যই সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।

এই বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানালেন,  প্রশাসনের তরফ থেকে বাজারে বাজারে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে বলা হচ্ছে। প্রশাসনের পক্ষ হতে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে।