শেরপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৩৯৯

শেরপুরে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সদর উপজেলার কুসুমহাটী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন বছর আগে বাবলুর সাথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শেফালীর বিয়ে হয়। গত ৭ জুলাই পারিবারিক কলহের জের ধরে বাবলু তার স্ত্রীকে মারধর করে। পরে সে নিজেই শেফালীকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে।

সোমবার(৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ পাওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী।