অতিথি সেজে চুরি বিয়ের অনুষ্ঠানে


বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে গিয়ে কৌশলে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরির অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাঁদের কাছ থেকে ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বাকলিয়া শহীদ এন এম জে কলেজের আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হামিদা বেগম (৪০), তাঁর মেয়ে ফাতেমা বেগম (২৬) ও ছেলে নূর হোসেন (১৮), আত্মীয় রিপা আক্তার (১৫), জান্নাত আরা ফেরদৌস (১৪) ও সফুরা (১৯)।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, সমপ্রতি স্মরণিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ পায় পুলিশ। এর পর থেকে পুলিশ চোরচক্রের সন্ধান শুরু করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, একটি চোরচক্র বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে অতিথি সেজে গিয়ে কৌশলে মোবাইল ও গয়না চুরি করে। এমন তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা জানিয়েছেন, হামিদা, ফাতেমা ও নূর অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান করেন, অন্যরা কমিউনিটি সেন্টারে গিয়ে চুরি করতেন এবং সেই মালামাল বাইরে অবস্থানরতদের কাছে পৌঁছে দিতেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।