ফারিয়া টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দের সিভিল সার্জনের সাথে মতবিনিময়


বাংলাদেশ ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টটিটিভ এসোসিয়েশন (ফারিয়া) টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দের সিভিল সার্জনের সিভিল সার্জন মো. শরিফ হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন। গতকাল সিভিল সার্জন ফরিয়া সাথে দীর্ঘ সময় মত বিনিময় করেন।
তিনি বলেন উপজেলা হেলথ কমপ্লেক্স সহ ক্লিনিক ও হসপিটাল গুলো নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে তার মধ্যে বিভিন্ন কোম্পানীর সার্ভে, ফোর পি রোগীদের প্রেসক্রিপশন এর ছবি তোলা এবং ব্যবস্থাপত্রের কাগজ নিয়ে টানাটানি করত: বিরূপ পরিবেশ সৃষ্টি হয়, যা মোটেই কাম্য নয়, ইহা চিকিৎসক ও কোম্পানীর প্রতিনিধিদের কাজ করার পরিবেশকে নষ্ট করে তোলে, তিনি আরও বলেন রোগীর ব্যবস্থাপত্রে কিছু গোপনীয়তা থাকতেই পারে যা ক্যামেরা বন্দি করা আইনত দন্ডনীয় অপরাধমুলক কাজ।
এসব কর্মকান্ড প্রতিহত করতে প্রশাসন এর পাশাপাশি প্রতিনিধিগনের সহায়তা দরকার। তাই স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ রক্ষার জন্য উভয়কে একযোগে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা ফারিয়ার সভাপতি আনিস রহমান বলেন যারা রোগিদের কাগজপত্রাদি নিয়ে টানা হেচরা করে তারা ফারিয়ার কোন সদস্য নয়। তারা ঔষধ কোম্পানীগুলোর ভিন্ন সেক্টরে কাজ করে থাকে।
তাদের সাথে আমাদের সংগঠনের কোনা সম্পর্ক নেই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। টাঙ্গাইল জেলা ফারিয়ার সেক্রেটারী নাসিমুজ্জামান রিপন, টাঙ্গাইল জেলা ফারিয়ার যুগ্ম সাধারন সম্পাদক রাসেল খান, সভাপতি সিরাজুল ইসলাম, সদর ফারিয়ার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়া, প্রচার সম্পাদক শিবনাথ সাহা প্রমুখ।