চকরিয়ায় ছাত্র নকীব নিখোঁজ


কক্সবাজারের চকরিয়ায় ৮দিন ধরে খোঁজ মিলছে না হাবিবুর রহমান নকীব (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র। নকীব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী হাফেজ খানার ছাত্র।
গত ৩০জুন দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে গৃহ শিক্ষক হিসেবে থাকতেন। ওইদিন দুপুরের ভাত খেতে গিয়ে নিখোঁজ হয় সে। নকীব চকরিয়া উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর রুস্তম আলী চৌধূরী পাড়ার মো. আজিজুল হক চৌধুরীর ছেলে।
নিখোঁজ নকীবের পিতা আজিজুল হক চৌধুরী বলেন, তার ছেলে হাবিবুর রহমান নকীব গত চার বছর ধরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী হাফেজ খানায় ছাত্র। বর্তমানে সে কোরআন খতম শেষ করে দউর করছে। গত ৩০ জুন দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে দুপুরের ভাত খেতে গিয়ে তার ছেলে নকীব নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার মাদ্রাসার এক শিক্ষক।
এরপর থেকে গত ৮দিন ধরে বাড়ি ফিরেনি সে। নিকট স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়ার পরও নকীবকে না পেয়ে তাঁর মা-বাবা এখন শোকে মুখ্যমান হয়ে পড়েছেন। বিশেষ করে ছেলের শোকে তাঁর মা অজ্ঞান হয়ে পড়ছেন বারবার। কোন সুহৃদয়বান ব্যক্তি তাঁর ছেলে সন্ধান পেলে ০১৮৬৮-৬৭৫৭১৭ মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন নকীবের হতভাগ্য পিতা আজিজুল হক।