টাঙ্গাইলে ৫ মাদক সেবিকে কারাদন্ড


টাঙ্গাইলে ৫ মাদক সেবিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম তাদেরকে কারাদন্ড দেয়।
দন্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গাচ কুমুল্লি গ্রামের মৃত হগেন চন্দ্র রায়ের ছেলে জগদিস চন্দ্র রায় (৬৫), একই উপজেলার আগ এলাসিনের মো. শামছুল হকের ছেলে মো. রতন (২২), মৃত মুন্না মোল্লার ছেলে লাকি মোল্লা (৩৮), মো. ছুলতান খাঁর ছেলে মো. ইয়াকুব খাঁ (৩৫) এবং একই উপজেলার মানবাড়ী গ্রামের মো. সোনাই মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক সেবিকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, রোববার শহরের কান্দাপাড়ায় অভিযান চালিয়ে ৫ মাদক সেবিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাপ্তদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।