২৬ জুলাইয়ের মধ্যে খালেদার আবেদন নিষ্পত্তির নির্দেশ


কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেননি হাইকোর্ট। একই সঙ্গে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে জামিন আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৩ জুলাই) সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত পহেলা জুলাই এই মামলায় বেগম জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের জন্য ৮ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন কুমিল্লার আদালত। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি ২০ দলীয় জোট সরকারের অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস পোড়ানোর ঘটনায় মামলাটি হয়েছিল। পরে ২০১৭ সালের ২ মার্চ মামলাটিতে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।
এদিকে, ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগের আরেক মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।