সখীপুরে দুলাল হত্যাকান্ডে

এক মাসেও গ্রেফতার হয়নি আসামি


প্রকাশিত: ০৭:১৭ পিএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ৫৫৬

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে দুলাল হোসেন হত্যাকান্ডের এক মাসেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও পুলিশের ভ‚মিকা রহস্যজনক মনে করছেন নিহতের পরিবার।

প্রসঙ্গত: গত ৯ আগস্ট উপজেলার পাথারপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেনের লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রতিবেশী দুলাল হোসেনের ওপর হামলা করেন।

হামলায় গুরুতর আহত দুলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎাধীন অবস্থায় গত ২০ আগস্ট দুলাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ আগস্ট নিহতের বড়ভাই জামাল হোসেন বাদী হয়ে আবুল হোসেনসহ ১৮জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন। দুলাল হোসেন ওই পাথারপুর গ্রামের রাজা মামুদের ছেলে।

স্বামী হত্যার বিচার দাবি করে দুলালের স্ত্রী জরিনা বেগম বলেন, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তিনি।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, আসামিদের গ্রেফতার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।