শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার - ওবায়দুল কাদের


বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে যে উন্নয়নের কাজ হয়েছে দেশের অন্যান্য সব সরকারের সময় এ উন্নয়নের ১০ ভাগের একভাগ কাজ হয়নি। শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার ।
আগামী নির্বাচনের আগেই টাঙ্গাইলে শতভাগ বিদ্যুতের নিশ্চয়তা দেয়া হবে। রাস্তা ঘাটের উন্নতি হয়েছে। এলেঙ্গ পর্যন্ত ফোর লেন, পাশে সার্ভিস লেনসহ আধুনিক রাস্তা হচ্ছে। এই রাস্তার ২৪টি ব্রীজের কাজ শেষ হয়েছে। ২৬টি মধ্যে ৩টি ফ্লাইওভার ব্রীজের কাজ ৭০ ভাগ শেষ হয়েছে আরো ১০টি রেল ওভার পাস ও আন্ডার পাশ নির্মিয়মান। ৬০টি কালর্ভাট এর মধ্যে ৫২টির নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামী ঈদে ঢাকা টাঙ্গাইল ফোর লেনে যানজট থাকবেনা। আগামী ঈদ পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তা পাকা হয়ে যাবে। বাকি রাস্তাও যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করা হবে। ২৬টি ব্রীজের মধ্যে ২৪টি ব্রীজে যান চলাচল করবে।
১৪ মার্চ বুধবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন সরকার নয় নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি দেউলিয়া হয়ে যাচ্ছে। আওয়ামীলীগের বিএনপিকে দেউলিয়া করতে হবেনা। আত্মঘাতী ও নেতিবাচক রাজনীতির কারনেই বিএনপি আজ জন বিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিনত হয়েছে।
বিএনপিকে সরকার নয়, নিজেদের নেতিবাচক রাজনীতির কারনেই তারা দিনে দিনে দেউলিয়া হয়ে যাচ্ছে। সে কারনে জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগুনে পুড়িয়ে যারা মানুুুুষ হত্যা করে তাদের হাতে বাংলদেশ নিরাপদ নয়।
এছাড়া তিনি তাঁর বক্তব্যের শুরুতেই আওয়ামীলীগের প্রয়াত নেতাদের এবং অসুস্থ হয়ে যে সকল নেতারা শয্যাশায়ী সেই সব নেতাদেরকে স্মরণ করেন।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়মীলীগের সদস্য মারুফা আক্তার পপি, টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন প্রমূখ।
কর্মী সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এসময় টাঙ্গাইলের ৮ টি আসনের সংসদ সদস্য এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার আওয়মীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।