বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লক্ষ টাকা ছিনতাই


বগুড়ার শিবগঞ্জে এক কীট নাশক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পরে অপহিত ব্যবসায়ীকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ফেসকার হাট এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, কীট নাশক ব্যবসায়ী আব্দুল আজিজ তার ব্যবসার কাজ শেষে গত বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচকে সিনজেনটা কোম্পানীর জনৈক আমজাদ হোসেন এর ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা অনুষ্ঠান শেষে ১০ লক্ষ টাকা নিয়ে আমতলী থেকে সিএনজিতে ওঠনে। ওই সময় সিএনজিতে থাকা যাত্রী বেশী এক অপহরণকারীও ওই গাড়ীতে উঠে। একটু দূরে তেল পাম্প এলাকায় অপরিচিত হা-ইস গাড়ীতে ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধ অপহরণকারীর দল তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
এসময় তাকে মারপিট করে অজ্ঞান করে তার নিকট থেকে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে নিয়ে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ফেসকার হাট নামক স্থানে পৌছিলে কৌশলে ছিনতাইকারীদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ী থেকে নেমে পার্শ্ববর্তী আখের জমিতে গা ঢাকা দেন আব্দুল আজিজ। প্রায় ১ ঘন্টা পর ওই ব্যবসায়ী রাস্তার পার্শ্বে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। এসময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাতেই শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করে।
এব্যপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জাহিদ হাসানের সাথে কথা বললে তিনি জানান,এ সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।বিষয় টি সম্পর্কে অামরা কিছু জানিনা।