টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:২২ পিএম, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮ | ৪৩৬

টাঙ্গাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী টাঙ্গাইলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র উপ-মহাপরিচালক (অপারেশনস্) দিলীপ কুমার বিশ্বাস।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের পরিচালক মো. নূরুল হাসান ফরিদী ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী।

এসময় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য পাচঁজন আনসার সদস্যদের পুরস্কার বিতরণ করা হয়।