নন্দীগ্রাম শেরপুর জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা


বগুড়া জেলার নন্দীগ্রাম-শেরপুর রাস্তাটি সংস্কার না করায় জন দূর্ভোগ চরমে পৌছেছে। জানা যায়, নন্দীগ্রাম-শেরপুর দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তাটি নন্দীগ্রাম ও শেরপুর দুই অংশে বিভক্ত। নন্দীগ্রাম অংশে রিধইল, দোহার, বিরপলী নামক স্থানে রাস্তা দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে, রিধইল নামক স্থানে বাস, ট্রাক, ভটভটি, মটরসাইকেল, অটো ভ্যানগাড়ি ব্যপক ভাবে র্দূঘটনার কবলে পড়ার ঘটনা ঘটছে। মাঝে মধ্যই আহত হওয়ার খবর পাওয়া যায়। সড়ক ও জনপদ বিভাগ থেকে গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করলেও তা স্থায়ী নয়।
এছাড়াও সিংড়া খালাস নামক স্থানে ব্রীজ ভেঙে গেছে ব্রীজের ওপরে সড়ক ও জনপদ বিভাগ থেকে স্টিলের পাত দিয়ে সাময়িক ভাবে চলাচলের ব্যবস্থ্যা করা হলেও যেকোন সময় ভেঙে পড়ে বড় ধরনের দূৃঘটনা ঘটতে পাড়ে। এ রাস্তাটি অত্যন্ত জন গুরত্বপূর্ন হওয়ায় প্রতিদিন এ রাস্তায় নন্দীগ্রাম টু শেরপুর ১৫ থেকে ২০টি যাএীবাহী বাস ও হিউম্যান হলার চলাচল করে। ওই রাস্তাটি সংস্কার করা হলে যানবাহন সহজে চলাচল করতে পারবে।
রাস্তাটি সংস্কার না হওয়ায় ভারি মালবাহী যানবাহন গুলোকে নন্দীগ্রাম টু বগুড়া টু শেরপুর প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা ঘুরিয়ে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোয় বেশি লাগে। কিন্তু নন্দীগ্রাম থেকে শেরপুর মাত্র ২২ কিলোমিটার রাস্তা হওয়ায় সময় ও খরচ দুটোয় কম লাগে।
যার কারনে, ভারি যানবাহন গুলো ঝুঁকি নিয়ে ওই ভাঙা রাস্তা দিয়েই চলাচল করছে। দোহার গ্রামের আব্দুল মজিদ, ছাত্তার, রাজ্জাক, রিধইল গ্রামের জয়নাল, জাফর, আলিম সিংড়া খালাস গ্রামের মজিদ, ফারুক আকবর এই প্রতিনিধিকে জানান, এই রাস্তাটি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ অচিরেই এই রাস্তাটি সংস্কার করা প্রোয়োজন।