জিপিএ-৫ এ বোর্ড সেরা বগুড়া


বরাবরের মতো এবারেও জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে সেরা অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। বগুড়ায় এবার মোট ৪ হাজার ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তিতে বিয়াম মডেল স্কুল ও কলেজ আবারো রেকর্ড করেছে। এই প্রতিষ্ঠান থেকে এবার সর্বোচ্চ ২৮৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বরাবরের মত এবারো জেলায় ছেলেদের চেয়ে মেয়েরাই ভাল ফলাফল করেছে। তবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার শতভাগ পাশের রেকর্ড ছুঁতে পারেনি। ওই প্রতিষ্ঠানের ৩ ছাত্রী অকৃতকার্য হয়েছে।
রবিবার (০৬মে)দুপুর নাগাদ প্রায় সব শিক্ষার্থীই ইন্টারনেটের মাধ্যমে তাদের ফলাফল জেনে যায়। অবশ্য তার পরেও ভাল ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই সহপাঠীদের সঙ্গে দল বেঁধে তাদের স্কুলে জমায়েত হয় এবং হৈ-হুল্লোড় করে বাঁধ ভাঙ্গা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
বগুড়া জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, বগুড়া জেলা থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩৩ হাজার ৪৩৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৬ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।