গোবিন্দগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ এএম, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ৪০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন পুরুষ নিহত হন।

এসময় দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।