নাগরপুরে আওয়ামীলীগের ইফতার মাহফিল

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গয়হাটা শহীদ শামছুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। গয়হাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান আসকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিনসহ নাগরপুর-দেলদুয়ারের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।