ভোলায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ০৮:২৮ পিএম, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | ৪৫৫

ভোলার চরফ্যাশনে সিএনজি ও অটো বোরাক মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

এসময় আরো দুইজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন- মো. আলমগীর (৬৫) ও চালক নাঈম (১৮)।

শুক্রবার(২৪এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার দুলারহাট সড়কের বৃক্ষতলা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সামসুদ্দিনের বাড়ি নীলকমল এলাকায় চর যমুনার ৬ নং ওয়ার্ডে এলাকায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় দিকে উপজেরার দুলারহাট সড়কের বৃক্ষতলা সংলগ্ন এলাকায় সিএনজি ও অটো বোরাক মুখোমখি সংঘর্ষের ৩জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।ঘটনা ঘটে। বেলা সোয়া ২ টার দিকে সামসুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।