নাগরপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু

নাগরপুর (টঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, শুক্রবার, ৮ জুন ২০১৮ | ৪৪৩

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল ঢাকার ও লেভেল শিক্ষার্থী ফুয়াদ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে। এ ঘটনায় ঘটনাস্থল ফয়েজপুর গ্রামের ওই বাড়ীতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ দিশান (১৭)। সে ঢাকার কলাবাগানের লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের ছেলে ও ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী ছাত্র।

দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ঢাকার কলাবাগান লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের একমাত্র ছেলে ফুয়াদ দিশান তার বন্ধু ফয়েজপুর গ্রামের আশ্রাব খন্দকারের ছেলে এটিএম আজরাব খন্দকারের সাথে শুক্রবার সকালে ওই গ্রামে বেড়াতে আসে।

সকাল ১১টার দিকে যমুনা নদীতে (শাখা নদী) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে। একপর্যায়ে সাতার না জানা ফুয়াদ পানির স্ত্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ডুবুরী দল স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে ফুয়াদকে উদ্ধার করে।

সন্ধ্যে সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।

নাগরপুর থানার উপ-পরিদর্শক এম এ আলমগীর হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্টের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।