১৫ দিনে চার খুন

মির্জাপুরে আইন শৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ পিএম, শনিবার, ৯ জুন ২০১৮ | ৫৬৪

টাঙ্গাইলের মির্জাপুরে আইন শৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌছেছে। মাত্র ১৫ দিনের ব্যাবধানে উপজেলার বিভিন্ন স্থানে চার খুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে এ উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে।

জানা গেছে, গত ২৬ মে চুকুরিয়া গ্রামের আশরাফ আলী জমি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারান।

২৯ মে উপজেলা জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে সেলিনা বেগমকে তার মাদকাসক্ত পুত্র মাদকের টাকা না পেয়ে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।

৬ মে উপজেলার গোড়াই ইউনিয়নের খামার পাড়াতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে শামিম মিয়াকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ ৭ মে মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আজাহার আলী খুন হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন ঘটনাগুলির ব্যাপারে তিনি উদ্বিগ্ন। সামজিক অবক্ষয় এবং মাদকই এর জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন চারটি ঘটনাই অনাকাঙ্খিত। এগুলি আইন শৃংখলা পরিস্থিতির সাথে সম্পর্কযুক্ত নয়। মুলত সামাজিক অবক্ষয় এবং মাদকই এর পেছনে দায়ী বলে তিনি উল্লেখ করেন।