টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ১; আহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:১৫ পিএম, শুক্রবার, ৮ জুন ২০১৮ | ৪১৪

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর গোবিন্দাসী অংশে মাছ ধরতে গিয়ে (৮ জুন) ভোর সকালে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। নিহত ব্যক্তি উপজেলার বেতুয়া পলশিয়া গ্রামের ধলু হালদারের ছেলে জয়দেব হালদার।

এসময় তার সাথে থাকা আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, যমুনা নদীতে ভোরে মাছ ধরতে যান জয়দেবসহ আরো দুইজন জেলে। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জয়দেব মারা যান। এতে আহত হয় আরো দুজন।