টাঙ্গাইলে করোনায় মোট আক্রান্ত ১৯১,সুস্থ ৫৬


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে দশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে চারজন, মির্জাপুর ও বাসাইলে দুইজন করে এবং ঘাটাইল ও ভুঞাপুরে একজন করে রয়েছেন।
গতকালের ২ জনের পজিটিভ হলেও তারা টাঙ্গাইলের বাইরে থেকে নমুনা পরীক্ষা করায় তাদের পজিটিভ হওয়ার বিষয়টি টাঙ্গাইলে অর্ন্তভুক্ত হবে না।
এছাড়াও টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল পৌর শহরের আলী কমপ্লেক্সের মালিক। এ নিয়ে করোনায় জেলায় মোট ৫ জনের মৃত্যু হলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ মে পাঠানো ১৪৯টি নমুনা থেকে বুধবার পাওয়া তথ্যে টাঙ্গাইলে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট ১৯১ জন আক্রান্ত হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছে ১১৮ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪৪৬ জন।
এছাড়া এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৪৬৬টি। মঙ্গলবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো ২১৩টিসহ মোট ৫১৭টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।