মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে

নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫২ পিএম, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ | ৩৯০

মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদারের নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মাহাবুবুল আলম খান. মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, মো.আব্দুল আজিজ,মো,মনিরুল ইসলাম,মো.নূরে আলম, মো.নজরুল ইসলাম, মো.শফিকুল ইসলাম, মো.হেলাল উদ্দিন, মাহমুদুল হাসান ।

এ সময় বিভিন্ন এতিমখানার ছাত্র শিক্ষকসহ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লোখ্য: ৩ জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় একটি বেসরকারি এতিমখানার ভূয়া বিলে উপজেলা সমাজসেবা অফিসার মো. আখলাকুর রহমান স্বাক্ষর করতে অস্বীকার করায় মঠবাড়িয়া উপজেলা বড়হারজী গ্রামের হাজী গুলশান আরা শিশুসদনের সভাপতি আবদুল গফফার (৬০) ও এতিমখানার শিক্ষক মাহামুদের (৫০) নেতৃত্বে একদল সন্ত্রাসী হাতুড়ি ও ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।

এতে ওই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমান মারাত্বক ভাবে আহত হয়।