উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে- ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৪৮৭

টাঙ্গাইল সদর ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামীতে নৌকাকে বিজয়ী করতে হবে।

এ দেশের উন্নয়নে নৌকা তথা আওয়ামীলীগের কোন বিকল্প নাই। তিনি মেঘা প্রকল্প পদ্মা সেতু সহ বিদ্যৎ, কৃষি, অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের উল্লেখ করে বলেন আজ মানুষের মাথাপছি আয় বেড়েছে দেশের মানুষ খেয়ে পড়ে আজ শান্তিতে আছে। তিনি দেশের গরিবদের জন্য নানাবিদ ভাতা সহ মুক্তিযোদ্ধাদের এই সরকারের সময়ই ভাতা দিয়ে সম্মানিত করেছেন বলে উল্লেখ করেন।

আজ রবিবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা বহি বিতারণ অনুষ্টানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলে।

উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জিন্নাত জাহান উপজেলা নির্বাহী অফিসার টাঙ্গাইল সদর, আব্দুল হামিদ উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যলয় টাঙ্গাইল, মোঃ আব্বাস আলী ভাইস -চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর , লায়লা আক্তার লিপি, মহিলা ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর।