বৃষ্টির পানির জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার


নাটোরের বাগাতিপাড়ায় বৃষ্টির পানির জলাবদ্ধতায় একই এলাকার প্রায় শতাধিক পরিবার দূর্ভোগে পড়েছে। স্থানীয়দের দাবি, এক সময়ের নালা এখন চলাচলের রাস্তা হওয়ায় পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার খন্দকার মালঞ্চি, নূলপুর চকপাড়া, কাজিরচক মালঞ্চি সহ বেশ কিছু গ্রামে শতাধিক বাড়ীতে পানি উঠেছে। এতে করে এলাকার মানুষ দূর্ভোগে পড়েছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে। বিপাকে পড়েছে মানুষের পাশা-পাশি হাঁস-মুরগি ও গবাদি পশু। অনেক বাড়ীর ঘরের ভিতরে পানি উঠে গেছে। তাতে করে বেশী বিপাকে পড়েছে শিশু ও বয়বৃদ্ধরা। শনিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতা তৈরী হয়। এক সময়ের নালা দিয়ে ওই এলাকার পানি নদীতে যেত। কিন্তু বর্তমানে সেই নালা রাস্তা হওয়ায় পানি নিস্কাশন হচ্ছেনা বলে দাবী করেন স্থানীয়রা।
খন্দকার মালঞ্চি গ্রামের খোরশেদ আলীর ছেলে দিনমজুর খাইরুল ইসলাম জানান, ‘আমার ৩শতক বাড়ির ভিটেই সম্বল। বৃষ্টি হলেই পানি জমে যায়। এই বৃষ্টিতে আমার ঘরের মধ্যে পানি। বাড়ির উঠানে মাজা পর্যন্ত পানি উঠেছে। বর্তমানে দুই সন্তান নিয়ে খুব অসহায় জীবনযাপন করছি।’
খন্দকার মালঞ্চি গ্রামের সফল কৃষক আব্দুল বারী বাকিবিল্লাহ দাবী করেন,‘এক সময়ে নূরপুর মাঠ থেকে বড়াল নদী পর্যন্ত একটি নালা ছিল। বৃষ্টির পানিগুলো সেই নালা দিয়ে নদীতে যেত। কিন্তু সেই নালা বন্ধ করে চলাচলের রাস্তা তৈরী করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে হলেও ড্রেনের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করলে তবেই জলাবদ্ধতা নিরসন সম্ভব।’
সরকারী উদ্যোগে বৃষ্টির পানির জলাবদ্ধতা নিরসনে দ্রæত ব্যবস্থা গ্রহন করে মানুষের দূর্ভোগ লাঘব করবে এমটাই প্রত্যাশা স্থানীদের।